সালথায় প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯

সালথায় প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠিত


 


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় অডিটরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

 
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী। উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল সহ শিক্ষক ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
 
উক্ত অনুষ্ঠানে লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠায় দেশে আজ শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা বিশে^র দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারবো ইনশাল্লাহ।

Post Top Ad

Responsive Ads Here