ফরিদপুর প্রতিনিধি :
ডেঙ্গু ও চিকুন গুনিয়া প্রতিরোধ জনসচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে র্যালী ও শহর পরিস্কার- পরিচ্ছনতা অভিযান করেছে আওয়ামী লীগ।
বুধবার সকাল ১০ টার সময় আওয়ামী লীগ কার্যালয়ে সামনে থেকে একটি র্যালী বের করে দলটি।
এসময় র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেনালে হাসপাতালে গিয়ে শেষ হয়। র্যালীতে আওয়ামী লীগ ছাড়াও সহ যোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এসময় তারা শহরের বিভিন্ন সড়কে পড়ে থাকা ময়লা পরিস্কার করে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ প্রমুখ ।
