ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের হালিমা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার শিক্ষক সমাজ। বুধবার বেলা ১১ টার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মোঃ সেলিম মৃঞা, সাধারন সম্পাদক অধ্যক্ষ মোহম্মদ লোকমান হোসেন, মো আব্দুল্লা আল মামুন, মোঃ ইউসুফ আলী, মো. জয়নুল আবেদিন, সিদ্দিকুর রহমান, মনিরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, অবিলম্বে অধ্যক্ষ সেলিম মো. বদরুদ্দোজার উপর হামলাকারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জেলা সকল শিক্ষক সমাজ বড় ধরনের আন্দোলনে যেতে বাধ্য হবে।
উল্লেখ্য গত ২৭ জুলাই হালিমা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এসে ফরিদপুর পৌর সভার সাবেক কমিশনার নজরুল ইসলাম মৃধা অধ্যক্ষকে শারীরিব ভাবে লাঞ্ছিত করে।

