ফরিদপুরে চার দফা দাবিতে ম্যাট্স শিক্ষার্থীদের মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৮, ২০১৯

ফরিদপুরে চার দফা দাবিতে ম্যাট্স শিক্ষার্থীদের মানববন্ধন


 
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে চার দফা দাবিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন( বিডিএমএসএ) এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ম্যাটস শিক্ষার্থীরা।
 


রবিবার সকাল ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ম্যাটস শিক্ষার্থী রাফসান কবীর, সোহান মুন্সী, মাহফুজুর রহমান, প্রণব মৃধা প্রমুখ। বক্তারা অবিলম্বে চার দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান। পরে একই দাবিতে ফরিদপুরের সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।


চার দফা দাবি হচ্ছে, ম্যাটস থেকে পাস করা ডিএমএফ ডিগ্রীধারী ডিপ্øোমা চিকিৎসকদের কমিউনিটি ক্লিনিকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টি ও পদায়ন, বঙ্গবন্ধুর আমলে গৃহিত পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের অধিকার সুনিশ্চিত করা, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন ও ইন্টার্নিশিপ ভাতা প্রদান।

Post Top Ad

Responsive Ads Here