ফরিদপুরের নগরকান্দা থেকে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১৩, ২০১৯

ফরিদপুরের নগরকান্দা থেকে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নদরকান্দা উপজেলার পৌর সদরের মধ্যজগদিয়া একটি ডোবার ভিতর থেকে মোঃ মোখলেছুর রহমান মোল্লা(৫৫) নামের একজেনর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

গতকাল রাতে তার লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মোখলেছ বোয়ালমারী উপজেলার বাইশির গ্রামের মৃত অহেদ মোল্লার পুত্র।
 

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গতরাতে পৌর সদরের মধ্যজগদিয়া একটি ডোবার ভিতর থেকে মোঃ মোখলেছুর রহমান মোল্লা(৫৫) নামের একজেনর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন নিহত মোখলেছ গত ১লা আগষ্ট থেকে নিখোজঁ ছিলো বলে তার পরিবার জানিয়েছে। এ সংক্রান্ত একটি জিডিও তার পরিবার করে বোয়ালমারী থানায়। আমরা লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছি।

Post Top Ad

Responsive Ads Here