ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ২৩, ২০১৯

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরন


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
ফরিদপুরে শোভাযাত্রা ও আলোচনাসভাসহ নানা কর্মসূচিতে শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী পালিত হচ্ছে।
 
এ উপলক্ষে সকালে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।  

শোভাযাত্রাটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।
এর আগে শ্রীমৎবন্ধু সেবক ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুকেশ সাহা, অ্যাডভোকেট  স্বপন পাল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, অশুভ শক্তিকে বিনাশ করে শ্রীকৃষ্ণের দেখানো আদর্শ ও শুভ সমাজ গড়তে আমরা উদ্যোগ নিতে পারি। 
এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here