ফরিদপুরের আলফাডাঙ্গায় ভাতিজার হাতে চাচী খুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভাতিজার হাতে চাচী খুন


ফরিদপুর প্রতিনিধি :  
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ধনজুড়ি গ্রামে ভাতিজা ফজর সেকের(৩৫) হাতে চাচী লিলি বেগম(৫৫) খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত লিলি বেগম ওই গ্রামের আকরাম শেখের স্ত্রী।

 
পাচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ধনজুড়ি গ্রামের ফজর সেকের সাথে তার পিতা দরবেশ সেকের গন্ডগোল শুরু হয়। এ সময় তার চাচা আকরাম শেখের স্ত্রী লিলি বেগম গন্ডগোল ঠেকাতে আসলে ফজর সেক তার পেটে ছুড়ি মারে। এতে সে মারাত্মক আহত হলে পরিবারের লোকজন তাকে দ্রæত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্ত্যবর্রত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে। পরে তাকে ফরিদপুর নেওয়ার পথে সে পথিমধ্যে মারা যায়।
 
এদিকে এ ঘটনার পর থেকে ভাতিজা ফজর সেক পলাতক রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বলে জানিয়েছে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাইল করিম।   

Post Top Ad

Responsive Ads Here