দেশের ৩৩ জেলার ৬৫০টি এলাকার মানুষ নদী ভাঙ্গনের কবলে পড়েছে- ত্রান প্রতিমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০১, ২০১৯

দেশের ৩৩ জেলার ৬৫০টি এলাকার মানুষ নদী ভাঙ্গনের কবলে পড়েছে- ত্রান প্রতিমন্ত্রী


ফরিদপুর প্রতিনিধি : 
দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান বলেছেন, দেশের ৩৩ জেলার ৬৫০টি এলাকার মানুষ ভাঙ্গনের কবলে পড়েছে। ভাঙ্গনে ফসলি জমি সহ নানা প্রতিষ্ঠান নদী গর্ভে ইতিমধ্যে বিলিন হয়েছে। তবে সরকারের কাছে পর্যাপ্ত পরিমান ত্রান সামগ্রী রয়েছে ফলে দেশের কোন অসহায় মানুষকে অনাহারে থাকতে হবেনা।

 

এসময় জাতীয় সংসদের চিপ হুইপ নুরে আলম চৌধুরী বলেন, পদ্মাকে নিয়ন্ত্রন করতে না পারলে দেশের উন্নয়নে বড় বাধা হয়ে দাড়াবে পদ্মা নদীর ভাঙ্গন।
 

পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামিম বলেন, ভাঙ্গন রোধে সরকার নিরোলসভাবে কাজ করছে। আশা করি জেলার সকল নদীর ভাঙ্গন রোধ করা যাবে।
 

মন্ত্রীদ্বয় বৃহস্পতিবার দুপুরে জেলার সদরপুর উপজেলার চরমানাইর ফাজেল মাদ্রাসা মাঠে ভাঙ্গন কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন।
 

সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পূুরবী গোলদারের সভাপতিত্বে অন্যদের উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মজিবর রহমান চৌধুরী নিক্সন, দুর্যোগ মন্ত্রানালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানীসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সকল ধরনের কর্মকর্তা, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।
 

পড়ে মন্ত্রীদ্বয় জেলার ভাঙ্গন ও বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে সরকারের দেয়া ত্রান বিতরন করেন।

Post Top Ad

Responsive Ads Here