ফরিদপুরে ডেঙ্গু, গুজব, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Monday, August 05, 2019

ফরিদপুরে ডেঙ্গু, গুজব, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি :
ডেঙ্গু, গুজব, মাদকবিরোধী যে কোনো কর্মকান্ডে সমাজের সকল পর্যায়ের মানুষের অংশ গ্রহন মূলক হলে দ্রæত এর  সুফল পাওয়া যায়। এ আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠির নয়, এ সমস্যা আমাদের সকলের, এ কারণে সকলকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 
 
সোমবার সকাল ১০টার সময় ফরিদপুর জেলা স্কুল মাঠে আয়োজিত ডেঙ্গু, গুজব, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা সমাবেশে এ কথা বলেন জেলা প্রশাসক অতুল সরকার।
 
 
এই সমাবেশে জেলা শহরের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রধানগণ অংশ নেয়।
 
 
ফরিদপুর জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে সমাকেশে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, সদর উপজেলা জেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ ।
 
 
সমাবেশ শেষে শহরের ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

No comments: