ফরিদপুরের পুলিশ সুপারকে 'বাঁধন' সরকারি রাজেন্দ্র কলেজ ইউনিটের ফুলেল শুভেচ্ছা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ০৩, ২০১৯

ফরিদপুরের পুলিশ সুপারকে 'বাঁধন' সরকারি রাজেন্দ্র কলেজ ইউনিটের ফুলেল শুভেচ্ছা

শোভন এহসানঃ ফরিদপুরের নবাগত পুলিশ সুপার ও সাবেক 'বাঁধন' (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এর কেন্দ্রীয় সভাপতি মোঃ আলিমুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে 'বাঁধন' সরকারি রাজেন্দ্র কলেজ ইউনিট।

আজ শনিবার সকাল ১১ টায় 'বাঁধন' সরকারি রাজেন্দ্র কলেজ ইউনিটের সভাপতি আলী আজম ও সাধারণ সম্পাদক লিটন কুমার মন্ডলের নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা ও কর্মীরা গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময়ে উপস্থিত ছিলেন 'বাঁধন' কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মন্ডলির সদস্য নুরুল আলম,নিলাদ্রি ঘোষ,আলাউদ্দীন মোল্লা,আকুল ইসলাম,রবিউল রবি,নাজমুল হাসান ঝলক, মনির খাঁন,রাজু,তানভীর সাকিব,আরিফা লাকি,রেমী, কেন্দ্রীয় প্রতিনিধি আকাশ খাঁন,সাংগঠনিক সম্পাদক আবির এহসান,সহ সাংগঠনিক সম্পাদক তাসিন আহমেদ, কোষাধ্যক্ষ রিয়াজ আহমেদ , প্রচার  সম্পাদক সাইমুম, এছাড়াও সংগঠনের কর্মী সাদিদ,নয়ন,সৌরভ,বলাই,হিরোক প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here