ফরিদপুরে বাস মালিক গ্রুপের নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯

ফরিদপুরে বাস মালিক গ্রুপের নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীরা


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
ফরিদপুরে বাস মালিক গ্রুপের নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমা দিলেন নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুর ০১টায় শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত বাস মালিক গ্রুপের কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। 

এসময় প্রথমেই মনোনয়ন পত্র জমা দেন বাস মালিক গ্রুপের বর্তমান সভাপতি চৌধুরী বরকত ইবনে সালামের পক্ষে বাস মালিক গ্রুপের নেতারা। এরপর প্রার্থী হতে ইচ্ছুক অন্য প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী বরকত ইবনে সালামের বড় ভাই রফিক মন্ডল, বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক ফারুক আলম ভুইয়াঁ, খন্দকার আব্দুর রশিদ, খন্দকার মোকারম হোসেন, আনিসুর রহমান, আসাদুর রহমান রতন, ঝন্টু কুমার সাহা, খান মোহম্মদ; আবু দাউদ রিজন, দিপক মোহস্তা, প্রদীপ কুমার, আলমগীর মোল্লা, কাজী সাইদুর রহমান, মিঠু, আরিফ জাহেরসহ অনেকে।
 

নির্বাচনের ব্যাপারে নির্বাচন বোর্ডের সভাপতি মোঃ আবুল ফয়েজ জানান, ফরিদপুরে বাস মালিক গ্রুপের নির্বাচনে ১৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ২১ জন সদস্য নির্বাচিত করবেন। আর এ নির্বাচনে ভোট গ্রহন করা হবে আগামী ২১ সেপ্টম্বর। আজকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবেন। বাছাই হবে ২৪ আগষ্ট, প্রত্যাহার ৩১ সেপ্টম্বর আর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১লা সেপ্টম্বর।
 

এদিকে যোগাযোগ ব্যবস্থায় বড় ভূমিকা রাখা বাস মালিক গ্রুপের এ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে বাস মালিক সংগঠনের অফিস পাড়া।

Post Top Ad

Responsive Ads Here