ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Sunday, August 11, 2019

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে প্রতিদিন ডেঙ্গু জ্বরের পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন আরও ৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৬০১ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন জেলার বিভিন্ন হাসপাতালে ২৮৫ জন রোগি।

 

ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৫জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রোগী ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন।
 

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ৬০১ জন ভর্তি হয়েছিলেন। বর্তমানে ভর্তি আছেন ২৮৫জন। এছাড়া এ পর্যন্ত ২৬৯জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ৪৫ জনকে ঢাকায় স্থনান্তর করা হয়েছে এবং মারা গেছেন সরকারী হিসেবে ০২ জন।

No comments: