চরভদ্রাসনে গরুসহ চোর আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০৫, ২০১৯

চরভদ্রাসনে গরুসহ চোর আটক

নাজমুল হাসান নিরব,ফরিদপুর থেকে:ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গাজিরটেক ইউনিয়নের চরসরবান্দিয়ায়(সোনের মসজিদ)এলাকায় অভিযান চলিয়ে ২টি গরুসহ চোর আটক করে।

আটককৃত কিবরিয়া হাওলাদার(২৬) চরগুপ্তির ডাংগী গ্রামের শিবচর উপজেলার  ইদ্রিস হাওলাদারের পুত্র।তাকে চরভদ্রাসনের সোনের মসজিদ এলাকার আরজান ফকিরের বাড়ি থেকে আটক করা হয়।

চরভদ্রাসন থানার এস আই সুকান্ত দত্ত জানায় গরুসহ চোর আটক করা হয়েছে।তবে এখনও গরু দুটির আসল মালিক পাওয়া যায়নি। গরু দুটির আনুমানিক মুল্য প্রয় এক লক্ষ ত্রিশ হাজার টাকা হবে।

Post Top Ad

Responsive Ads Here