ফরিদপুর জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশী বাঁধা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৯, ২০১৯

ফরিদপুর জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশী বাঁধা


ফরিদপুর প্রতিনিধি :
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে ফরিদপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশী বাঁধায় পন্ড হয়ে গেছে। 

বুধবার বিকাল সাড়ে ৪টায় শহরের ঝিলটুলী থেকে মিছিলটি শুরুতেই পুলিশী বাঁধায় পন্ড হয়ে যায়। ছাত্রদল নেতাকর্মীদের  সাথে পুলিশের ধাক্কাধাক্কি একপর্যায়ে পুলিশী লাঠি চার্জ করে। লাঠি চার্জে কয়েকজন নেতা কর্মী আহত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু, ছাত্রনেতা ভিপি রেজা, হেমায়েত হোসেন, অনিক খান, সোয়েব শেখ, ইসতিয়াক রশিদ, রবিউল ইসলাম রবি, খাইরুল ইসলাম রোমান, অনিক খান জিতুসহ আরো অনেকে।

এসময় মিছিলকারীদের আবরার হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। 

অপরদিকে মহানগর ছাত্রদলের পক্ষ থেকে একটি মিছিল পরিদপুর প্রেসক্লাবের সামনে বের করতে চাইলে সেখানেও পুলিশ বাধা দিয়ে মিছিলটি পন্ড করে দেয়। 

বুধবার বেলা ১১টার দিকে প্রধান ডাকঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গেলে পুলিশী বাধার মুখে পড়ে। 

পুলিশী বাধায় মিছিলটি এসময় পন্ড হয়ে যায়। পরে পুলিশী বাধার মধ্য দিয়ে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, শহর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুনিম হাসান সোহাগ, সহ সভাপতি প্লাবন শেখ, কাজী শিবলী, হাবিবুর রশিদ রিমু, যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ সাদ্দাম, পিলু, সিদ্দিকসহ ছাত্রদলের নেতৃবৃন্দ। 

Post Top Ad

Responsive Ads Here