আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৯, ২০১৯

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গায় বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শুকুরহাটা চরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। 

সরেজমিনে জানা যায়, দুর্গাপূজার মেলা উপলক্ষে রেজাউল শেখের জামাতা গ্যাস বেলুন বিক্রেতা সুমন শেখ বাড়ীর উঠানে বেলুনে গ্যাস ঢুকানোর কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা বাড়ীর পাশের হাফিজার মোল্যার ছেলে সালাউদ্দিন মোল্যা (১৭), সাহিদুল মোল্যার ছেলে আকাশ মোল্যা (১১) ও ইনসান শেখের ছেলে নাবিল (১২) গুরুতর আহত হয়েছে। 

আহতদের দ্রæত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রেজাউল শেখের ঘরের বেড়া ও আতিয়ার মোল্যার টিনের ঘরের চালা উড়ে গিয়ে লন্ডভন্ড হয়ে যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতংকের সৃষ্টি হলে শতশত লোক ঘটনাস্থলে এসে জড়ো হয়।

Post Top Ad

Responsive Ads Here