মেহের আমজাদ, মেহেরপুর //
মেহেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা। এক বছরের জন্য বিদায় জানানো হলো দেবী দুর্গাকে। প্রায় সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে চলে শেষ আনন্দ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুরের ভৈরব নদীতে ঢাকের তালে এবং উলু ধ্বনি দিয়ে বিসর্জন দেওয়া হয় প্রতিমাগুলো। মেহেরপুর শহরের থানা ঘাট ও শ্বশান ঘাটে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। এর আগে প্রতিমাগুলোকে নিয়ে মেহেরপুরের বিভিন্ন সড়কে ঘোরানো হয়। উৎসবের শেষ লগ্নে আনন্দে মেতে উঠে ভক্তরা। নির্বিঘেœ দুর্গা বিসর্জন দিতে পেরে খুশি সনাতন ধর্মালবম্বীরা। মহাসমারোহে পাঁচ দিন ধরে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। এ বছর মেহেরপুরে ৪১টি মন্ডপে দূর্গাপুজার আয়োজন করা। এর মধ্যে মেহেরপুরে ১৩টি, গাংনীতে ২২টি এবং মুজিবনগরে ৬টি।