লাঠিপেটা করেও স্ত্রীকে কুমিরের কবল থেকে বাঁচাতে পারলেন না স্বামী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৫, ২০১৯

লাঠিপেটা করেও স্ত্রীকে কুমিরের কবল থেকে বাঁচাতে পারলেন না স্বামী

আনলাইন ডেস্ক-
কাঁকড়া ধরতে গিয়েছিলেন ওই নারী। হঠাৎ কুমিরের আক্রমনে মারা গেলেন তিনি। পুলিশের ভাষ্য, নিহত আঙুরবালা জানা ভারতের পশ্চিমবঙ্গের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের গিরিপাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে পাথরপ্রতিমার ধনচি জঙ্গলের ঠাকুরান নদীতে কুমিরের কবলে পড়েন তিনি। পরে নদীতে তল্লাশি চালিয়ে আঙুরবালার মরদেহ উদ্ধার করে বন দফতর। 

খবর পেয়ে পাথরপ্রতিমার গোবর্ধনপুর উপকূল থানার পুলিশ মরদেহ ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।আঙুরবালার মৃত্যুতে গিরিপাড়া এলাকার মৎস্যজীবী পাড়ায় শোকের মাতম চলছে।

স্থানীয় ও বনদফতর সূত্রে জানা গেছে, স্বামী সহদেব জানার সঙ্গে ছোট ভুটভুটিতে চড়ে ধনচি জঙ্গলের কাছে কাঁকড়া ধরতে যান আঙুরবালা। নদীর পাড়ে নেমে কাঁকড়ার দোন তুলছিলেন তারা। আচমকা নদী থেকে একটি কুমির পাড়ে উঠে এসে আঙুরবালার পায়ে কামড় দেয়। কিছু বুঝে ওঠার আগেই আঙুরবালাকে টানতে টানতে নদীর গভীরে নিয়ে যায় কুমির। 

চিৎকার করতে থাকেন আঙুরবালা। স্ত্রীর চিৎকারে ছুটে আসেন সহদেব। আসেন অন্যান্য মৎস্যজীবীরাও। কিন্তু আঙুরবালাকে বাঁচানো যায়নি।  

ভুটভুটি নিয়ে নদীতে আঙুরবালার খোঁজ চালানো হলেও কোথাও তার সন্ধান মিলছিল না। পরে খবর দেয়া হয় বনদফতরের ধনচি বিট অফিসে। কিছুক্ষণের মধ্যে বিট অফিসের কর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। লঞ্চ নিয়ে নদীতে তল্লাশি শুরু হয়। উদ্ধার হয় আঙুরবালার মরদেহ।

কান্নায় ভেঙে পড়ে সহদেব জানা বলেন, চোখের সামনে স্ত্রীকে টেনে নিয়ে যেতে দেখলাম। আমি কাছেই ছিলাম। হাতে থাকা লোহার শিক দিয়ে কুমিরটাকে পেটাই। কিন্তু কোনো লাভ হলো না। আমার স্ত্রীকে টেনে নিয়ে চলে গেল। 

Post Top Ad

Responsive Ads Here