যুবলীগ থেকে কাজী আনিস বহিস্কার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১১, ২০১৯

যুবলীগ থেকে কাজী আনিস বহিস্কার

সময় সংবাদ ডেস্ক//
চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে আলোচনায় আসা যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানকে বহিষ্কার করেছে সংগঠনটি। গণমাধ্যমে বিভিন্ন দুর্নীতির চিত্র উঠে আসায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির প্রেসিডিয়ামের বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত সংগঠনটি।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান দিপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংগঠনের পরিচয়ে আর্থিক তসরুপ ও অবৈধভাবে সম্পদ অর্জনের অপরাধে যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান আনিসকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আতিয়ার রহমান বলেন, ‘আনিসের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে বিভিন্ন মাধ্যমে। এই অভিযোগের কারণে আমাদের আজকের প্রেসিডিয়াম বৈঠকে তাকে বহিষ্কারের বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।’

বহিষ্কারের আগে তাকে শোকজ করবেন কি না এমন প্রশ্নের জবাবে আতিয়ার রহমান বলেন, এখনতো শোকজ করার সুযোগ নাই।

বৈঠকের সময় চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে কি না এমন প্রশ্নে না-সূচক জবাব দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতিয়ার।

যুবলীগের প্রেসিডিয়ামের সভায় আরও উপস্থিত ছিলেন- শহিদ সেরনিয়াবাত, শেখ শামসুল আবেদীন, আলতাব হোসেন বাচ্চু, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, অ্যাডভোকেট বেলাল হোসাইন, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভুইয়া মাখন, ডা. মোখলেছুজ্জামান হিরু ও আতিয়ার রহমান দিপু।

Post Top Ad

Responsive Ads Here