স্ত্রীকে মেরে গলায় ফাঁস নিয়ে স্বামীর আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১১, ২০১৯

স্ত্রীকে মেরে গলায় ফাঁস নিয়ে স্বামীর আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধিঃ 
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ভালুকার পূর্বাশা গ্রামে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পান্টি ইউনিয়নের ভালুকা পূর্বাশা গ্রামের ভরতচন্দ্র মন্ডলের কন্যা সোহাগী রাণী মন্ডল (২২) এর সাথে ঝিনাইদহ জেলার শৈলকূপার ভবানীপুর ডিহি কবড়ী গ্রামের কোমল কুমার রায়ের পুত্র দিপুল কুমার রায়(৩১) এর ৩ মাস পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হয়। এই বিয়ে সোহাগী রানীর অমতে হয়েছিল বলে তারা অভিমত ব্যক্ত করে। স্বামী স্ত্রীর মধ্যে যেকোন কারনে দাম্পত্য কলহ চলে আসছিল। পুজা উপলক্ষে দিপুল কুমার শশুড় বাড়িতে তার স্ত্রীকে নিয়ে বেড়াতে আসে এবং গতকাল ১০ সেপ্টেম্বর রাতে একসাথে খাবার খায়। সকালে ঘরের দরজা না খুললে সোহাগী রানীর চাচাতো ভাই লিপুসহ অন্যান্যরা দরজা ধাক্কাধাক্কি করে ভিতরে প্রবেশ করে দেখে দিপুল কুমার ঘরের ডাবের সাথে ঝুলে আছে এবং সোহাগী রানী বেডে মৃত অবস্থয় শুয়ে আছে।
.

Post Top Ad

Responsive Ads Here