রাশিফলে জেনে নিন আপনার সঙ্গী আপনার প্রতি কতটা বিশ্বস্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৮, ২০১৯

রাশিফলে জেনে নিন আপনার সঙ্গী আপনার প্রতি কতটা বিশ্বস্ত

সময় সংবাদ ডেস্ক//
 রাশিফল অনুযায়ী আপনার সঙ্গী আপনার প্রতি কতটা বিশ্বস্ত, জেনে নিন বিস্তারিত


ধনু— এদের সততা সময় সাপেক্ষ। মাঝেমধ্যে এরা এতটাই সৎ হয় যে সেই সততার জন্য তাদের প্রায়শই ভুল বোঝাবুঝির স্বীকার হতে হয়।


মেষ— এই রাশির মানুষেরা অত্যন্ত বিশ্বাসযোগ্য। প্রেম-সম্পর্কের জন্য আদর্শ পছন্দ।


সিংহ— এরা নির্ভয়ে সত্যি কথা বলে। সেই কারণে মাঝেমধ্যেই এদের সম্পর্কে সমস্যার সৃষ্টি হয়।


কর্কট— এই রাশির লোকেরা অন্য রাশির তুলনায় লাজুক এবং চাপা প্রকৃতির হয়। সেই কারণে অনেক সময় এরা অনেক কথা চেপেও যায়।


কন্যা— প্রিয় মানুষদের খুশি করতে এরা প্রায়শই নানা মিথ্যে কথা বলে থাকে। তবে এই অভ্যাস তাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করে।


বৃষ— এরা শান্তিপ্রিয় প্রকৃতির। ঝগড়া-অশান্তি এড়াতে এরা মিথ্যে কথা বলে থাকে।


বৃশ্চিক— এদের চূড়ান্ত অহংবোধ। নিজেকে ঠিক প্রমাণ করতে এরা দ্বিধাহীন ভাবে মিথ্যেকথা বলে।


মকর— এরা মিথ্যা কথা বলতে পারদর্শী। কেবল নিজের স্বার্থ বুঝেই তারা সত্যি কথা বলে থাকে।


কুম্ভ— গল্প বানাতে এই রাশির মানুষেরা পটু হয়। সত্যি কথাকে ঘুরিয়ে বলতে এরা সিদ্ধহস্ত।


মীন— এরা প্রচণ্ড মিথ্যে কথা বলে এবং নিজের বানানো মিথ্যে কথাকেই বিশ্বাস করে। এরা আবেগপ্রবণও হয়।


তুলা— শুধু নিজেকে ঠিক প্রমাণ করার জন্য এরা কারণ ছাড়া মিথ্যে কথা বলে।


মিথুন— এই রাশির প্রতীকের মতো এদের চিন্তা-ভাবনাও দু’তরফা হয়। যেটা নিজে বিশ্বাস করে, সেটা ঠিক না ভুল, তা না ভেবে লোকের কাছে বলে বেড়ায়।

Post Top Ad

Responsive Ads Here