ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে আলম সাধু খাদে পড়ে মিকাইল নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা গেছে উপজেলার নেপা ইউনিয়নের সলেমানপুর গ্রামের সফি উদ্দিন পুত্র কলেজ ছাত্র মিকাইল (১৯) ৬ অক্টোবর ভোর ৫ টার সময় আলম সাধু যোগে সবজি বিক্রি করার উদ্দেশ্যে মহেশপুরে যাবার পথে নেপা বাকোসপোতা মাঠের ভিতর সড়কটি বেহালদশা থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে কলেজ ছাত্র মিকাইল ঘটনাস্থলেই মারা যায়। ইন্না লিল্লাহি,ওয়া ইন্না ইলাহি রাজেউন। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।