রাঙ্গামাটরি লংগদুতে অগ্নকিান্ডে ক্ষতগ্রিস্তদরে মাঝে ত্রান বতিরণ করনে দীপংকর তালুকদার এমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৬, ২০১৯

রাঙ্গামাটরি লংগদুতে অগ্নকিান্ডে ক্ষতগ্রিস্তদরে মাঝে ত্রান বতিরণ করনে দীপংকর তালুকদার এমপি

হুয়া জান্নাত মনি রাঙ্গামাটি প্রতনিধি:
রাঙ্গামাটরি লংগদু মাইনীমুখ বাজার ঢাকাইয়াটলিায় অগ্নকিাণ্ডে ক্ষতগ্রিস্ত ১৬২ পরবিারদরে মাঝে ত্রান বতিরণ করছেনে রাঙ্গামাটরি সংসদ সদস্য  দীপংকর তালুকদার। 

রোববার সকালে তনিি অগ্নকিাণ্ডে ক্ষতগ্রিস্ত মাইনীমুখরে ঢাকাইয়াটলিা পরর্দিশন করনে ও ত্রান সামগ্রী বতিরণ করনে। মাইনীমুখ ইউপি সন্মুখে আয়োজতি ত্রান সামগ্রী বতিরণী অনুষ্ঠানে উপজলো নর্বিাহী অফসিার প্রবীর কুমার রায় এর সভাপতত্বিে             

এসময়  অন্যান্যদরে মধ্যে উপস্থতি ছলিনে  রাঙ্গামাটি জলো আঃ লীগরে সহ সভাপতি ও আঞ্চলকি পরষিদরে সদ্স্য হাজি কামাল উদ্দনি, সাবকে রাঙ্গামাটি জলো পরষিদ চয়োরম্যান নখিলি কুমার চাকমা, সাংগঠনকি  সম্পাদক মোঃ জমরি উদ্দনি, রাঙামাটি প্রসে ক্লাবরে সভাপতি সাখাওয়াৎ হোসনে রুবলে, উপজলোভাইস চয়োরম্যান সরিাজুল ইসলাম ঝান্টু, থানা ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওস)ি সয়ৈদ মোহাম্মদ নুর (প্রমুখ)।

দীপংকর তালুকদার বলনে, অগ্নকিান্ডে যে পরমিান ক্ষতি হয়ছেে তা কখনও পুরণ করা যাবে না। তবুও আমরা চষ্টো করছি যাতে ক্ষতগ্রিস্তরা একটু ঘুরে দাড়াতে পার।ে সম্প্রতি ভয়াবহ এক অগ্নকিান্ডে রাঙ্গামাটরি লংগদু মাইনীমুখ বাজার ঢাকাইয়াটলিায় ১৬২  পরবিার  ক্ষতগ্রিস্ত হয়।

এ দকিে  দীপংকর তালুকদার এমপি উপজলোর মাইনীমুখ বাজারস্থ শ্রী শ্রী হরি মন্দরি, জালয়িাপাড়া শ্রী শ্রী শবিমন্দরি, তনিটলিা রাঁধা স্ববোশ্রম মন্দরিে সনাতনী র্ধমাবলম্বীদরে শারদীয় উৎসব র্দূগাপুজা মন্ডপ পরর্দিশন করনে।      

এসময় তনিি বলনে, র্বতমান প্রধানমন্ত্রী জননত্রেী শখে হাসনিা মানুষরে জানমাল নরিাপত্তাসহ যার যার র্ধমীয় আনুষ্টানকিতা পালন করতে পারে তার জন্য কাজ করে চলছেনে।

পরে তনিি লংগদু মডলে  কলজে গইেট থকেে জালয়িাপাড়া র্পযন্ত রাস্তা নর্মিান করে দয়োর ঘোষনা দনে।



Post Top Ad

Responsive Ads Here