ডেস্ক নিউজ//লোকাল-
লালমনিরহাট সদরের বড়বাড়ি ইউপির আইড়খামার এলাকায় একটি বাসের চাপায় পিষ্ট হয়ে নানা ও নাতনি নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই ইউপির জয়হরি গ্রামের আবু বক্কর সিদ্দিক ও তার নাতনি একই উপজেলার পঞ্চগ্রাম ইউপির দেউতি গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, কৃষক আবু বক্কর সিদ্দিক নাতনিকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। তারা আইড়খামার এলাকায় এলে রংপুর থেকে আসা কুড়িগ্রামগামী একটি বাস চাপা দেয়। এতে বাসটির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নানা মারা যান। এ সময় আহত স্থানীয়রা নাতনীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। তবে বাসটি পালিয়ে যায়।
ওসি আরো বলেন, ঘাতক বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে।