ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুরে রুহ আফজা নামক শরবত পান করে অসুস্থ হয়ে ১০ শিক্ষার্থী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও মাদ্রাসা সূত্রে জানা যায়, শনিবার সকালে ওই ক্যাডেট মাদ্রাসার পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী রুহ আফজা ও লেবুর রস দিয়ে শরবত তৈরি করে। পান করার সাথে সাথেই বমি ও পেটের ব্যথা শুরু হয় শিক্ষার্থীদের। অবস্থার অবনতি হলে শিক্ষার্থীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১১ টায় ভর্তি করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
শনিবার(৫ অক্টোবর) সকাল ১০ টায় জেলা শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত আইডিয়াল ক্যাডেট মাদরাসায় ঘটনাটি ঘটে।
আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষার্থীরা রুহ আফজা পান করে সকালে অসুস্থ হওয়ার সাথে সাথেই আমরা ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হলে তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে।