সম্রাটের ৬ মাসের কারাদণ্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৬, ২০১৯

সম্রাটের ৬ মাসের কারাদণ্ড

সময় সংবাদ ডেস্ক//
অবৈধভাবে বন্য প্রাণীর চামড়া রাখায় ইসমাইল চৌধুরী সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর থেকে সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযানের সময় এ কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ভোরে গ্রেফতারের সময় মদ্যপ অবস্থায় থাকায় সম্রাটের সহযোগী আরমানকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতে সাজা হওয়ায় অভিযান শেষে সম্রাটকে কারাগারে প্রেরণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতারের পর দুপুর থেকে প্রায় পাঁচ ঘণ্টা কার্যালয়টি অবরুদ্ধ করে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান শেষে সন্ধ্যায় র‌্যাব জানান, কাকরাইলে ইসমাইল চৌধুরী সম্রাটের কার্যালয় থেকে অস্ত্র এবং মাদক ও বন্য প্রাণীর চামড়া উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, কার্যালয়ে ১১৬০ পিস ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ এবং ম্যাগজিনসহ একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এছাড়া তার কার্যালয়ে ২ টি ক্যাঙ্গারুর চামড়া, ২ টি ইলেকট্রিক শক দেওয়া মেশিন ও লাঠি মিলেছে।

র‌্যাব জানায়, সম্রাটের বিরুদ্ধে মাদক, অস্ত্র এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হবে।

Post Top Ad

Responsive Ads Here