সময় সংবাদ ডেস্ক//
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়েছে র্যাব। রোববার দুপুর থেকে প্রায় পাঁচ ঘণ্টা কার্যালয়টি অবরুদ্ধ করে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযান শেষে সন্ধ্যায় র্যাব জানান, কাকরাইলে ইসমাইল চৌধুরী সম্রাটের কার্যালয় থেকে অস্ত্র এবং মাদক ও বন্য প্রাণীর চামড়া উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, কার্যালয়ে ১১৬০ পিস ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ এবং ম্যাগজিনসহ একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এছাড়া তার কার্যালয়ে ২ টি ক্যাঙ্গারুর চামড়া, ২ টি ইলেকট্রিক শক দেওয়া মেশিন ও লাঠি মিলেছে।
র্যাব জানায়, সম্রাটের বিরুদ্ধে মাদক, অস্ত্র এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হবে।
এদিকে গ্রেফতারের সময় মদ্যপ অবস্থায় থাকায় সম্রাটের সহযোগী আরমানকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এর আগে ভোর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও তার অন্যতম সহযোগী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকে গ্রেফতার করা হয়।
রবিবার, অক্টোবর ০৬, ২০১৯
Home
আন্তর্জাতিক সংবাদ
বাংলাদেশ
সময় সংবাদ
bangladesh
সম্রাটের কার্যালয় থেকে বিপুল বিদেশি মদ, ইয়াবা ও অস্ত্র উদ্ধার
সম্রাটের কার্যালয় থেকে বিপুল বিদেশি মদ, ইয়াবা ও অস্ত্র উদ্ধার
Tags
# আন্তর্জাতিক সংবাদ
# বাংলাদেশ
# সময় সংবাদ
# bangladesh
About admin
bangladesh
লেবেলসমূহ:
আন্তর্জাতিক সংবাদ,
বাংলাদেশ,
সময় সংবাদ,
bangladesh
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc