সময় সংবাদ ডেস্ক//
ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাকরাইল অফিসের পাশাপাশি তার দুই বাসায়ও একই সঙ্গে অভিযান চালাচ্ছে র্যাব।
রোববার দুপুরে সম্রাটের কার্যালয়ে অভিযান শুরুর পরপর শান্তিনগরের ১৩৮ এবং ১৩৮/১, ১৩৯ শেলটেক রহমান ভিলায় এবং মহাখালী ডিওএইচএসের ২৯ নম্বর সড়কের ৩৯২ নম্বর বাসায় অভিযান শুরু করেছে র্যাব। মহাখালীতে তার দ্বিতীয় স্ত্রীর বাসা বলে জানা গেছে।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে আটক করে র্যাব। পরে তাকে ঢাকায় আনা হয়। এখন তার কার্যালয়ে অভিযান চালাচ্ছে সংস্থাটি।সম্রাটের দুই বাসায় র্যাবের অভিযান
ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাকরাইল অফিসের পাশাপাশি তার দুই বাসায়ও একই সঙ্গে অভিযান চালাচ্ছে র্যাব।
রোববার দুপুরে সম্রাটের কার্যালয়ে অভিযান শুরুর পরপর শান্তিনগরের ১৩৮ এবং ১৩৮/১, ১৩৯ শেলটেক রহমান ভিলায় এবং মহাখালী ডিওএইচএসের ২৯ নম্বর সড়কের ৩৯২ নম্বর বাসায় অভিযান শুরু করেছে র্যাব। মহাখালীতে তার দ্বিতীয় স্ত্রীর বাসা বলে জানা গেছে।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে আটক করে র্যাব। পরে তাকে ঢাকায় আনা হয়। এখন তার কার্যালয়ে অভিযান চালাচ্ছে সংস্থাটি।
রবিবার, অক্টোবর ০৬, ২০১৯
সম্রাটের দুই বাসায় র্যাবের অভিযান
Tags
# আন্তর্জাতিক সংবাদ
# ক্যাসিনো
# বাংলাদেশ
# সময় সংবাদ
# bangladesh
About admin
bangladesh
লেবেলসমূহ:
আন্তর্জাতিক সংবাদ,
ক্যাসিনো,
বাংলাদেশ,
সময় সংবাদ,
bangladesh
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc