নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২০-নভেম্বর) সকালে জয়পুরহাট জেলা ছাত্রদলের উদ্দ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে,আলোচনা সভা স্বেচ্ছায় রক্তদান ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদল সভাপতি মামুনুর রশিদ প্রধান এর সভাপতিত্বে, অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ আলী মন্ডল, সহ সভাপতি আমিনুর রহমান বকুল, জাহিদুল আলম হিটু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন চপল, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক মুক্তাদির আদনান সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সকল কর্মসূচির পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে জেলা বিএনপি ও যুবদলের উদ্দ্যোগে তারেক রহমান এর ৫৫ তম জন্মদিন উপলক্ষে কেক কর্তন করে জন্মবার্ষিকী পালন করা হয়।

