নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় একটি পুলিশ ট্যাগ লেখা প্রাইভেটকার থেকে ৬৬৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫। মঙ্গলবার সন্ধ্যার দিকে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী আব্দুল হালিম (৩২) নেত্রকোণার বারহাট্ট উপজেলার দশদার পালপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় র্যাব। এসময় একটি পুলিশ ট্যাগ লেখা প্রাইভেটকার আটক করে তল্লাশি করলে ৬৬৫ বোতল ফেন্সিডিল সহ হালিম কে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অনেক দিন থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে তার প্রাইভেটকারে ‘পুলিশ’ লিখিত ট্যাগ এবং পুলিশ কর্তৃক ব্যবহৃত ‘সাইরেন’ ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন এবং মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের হয়েছে।

