মেহের আমজাদ,মেহেরপুর //
জীবনের আগে জীবিকা নয়; সড়ক দূর্ঘটনা আর নয়। ট্রাফিক আইন মেনে চলি, জীবন নিয়ে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে নতুন পরিবহন আইন সর্ম্পকে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাক্ষ মোঃ শাহীউদ্দীন,ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মুজতবা,টিএসআই আমিরুল ইসলাম, প্রভাষক রফিকুল আলম,সহকারি অধ্যাপক রকিবুল হাসান, জাহিদুল আলম সহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।লিফলেটে ড্রাইভিং লাইসেন্স,রেজিষ্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার বন্ধ এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালনা ও অবৈধ পার্কিং নিষেধ সহ হেলমেট ও সিটবেল্ট ব্যবহারে নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন ও অপরাধে দন্ডের কথা উল্লেখ করা হয়েছে।