টানা চারবার সিআইপি যোগ্যতা অর্জন করলেন ড. যশোদা জীবন দেবনাথ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০১৯

টানা চারবার সিআইপি যোগ্যতা অর্জন করলেন ড. যশোদা জীবন দেবনাথ



সঞ্জিব দাস :  
শিল্প মন্ত্রণালয় কর্তৃক পরপর টানা চার বার সিআইপি নির্বাচিত হয়েছেন যশোদা জীবন দেবনাথ । দেশের ব্যাংকিং খাতের ডিজিটাইজেশনে তার অবদান অনেক। সম্প্রতি অনুমোদন পাওয়া দেশের নতুন প্রজন্মের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এর উদ্যোক্তা পরিচালক এবং টেকনো মিডিয়া লিমিটেড, মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড ও পে-ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক তিনি।

এছাড়াও তিনি প্রোটেকশন ওয়ান প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ ও ধানমন্ডি ক্লাবের পরিচালক। একই সাথে রাজেন্দ্র ইকো রিসোর্টস, বাইব্রেন্ড সফটওয়্যার বিডি লিমিটেড, কার্ডস এন্ড পেমেন্ট সল্যুশনস লিমিটেডসহ প্রতিষ্ঠা করেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। 

ড. যশোদা জীবন দেবনাথ ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে পড়াশুনা করেছেন এবং পিএইচডি সম্পন্ন করেন আমেরিকার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে । তিনি একই সাথে একজন দানবীর হিসেবে দেশের অসহায় মানুষের কাছে সমাদৃত। 

যশোদা জীবন ফরিদপুরের সদর উপজেলার চাদঁপুর ধোপাডাঙ্গা গ্রামে এক উচ্চ বংশীয় ব্রাক্ষন ঘড়ে জন্ম গ্রহন করেন। এরপর সরকারী রাজেন্দ্র কলেজে পড়াশুনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি  হন।

Post Top Ad

Responsive Ads Here