নবজাতকসহ মানসিক ভারসাম্যহীন মাকে উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১৫, ২০১৯

নবজাতকসহ মানসিক ভারসাম্যহীন মাকে উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের  আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রাম থেকে ১৫ নভেম্বর সকালে নাম পরিচয়হীন এক মানসিক ভারসাম্যহীন প্রসূতি ও তার নবজাতক কন্যাকে উদ্ধার করে বোয়ালমারী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রসূতি ও শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নততর চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা যায়, নাম পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন এক মা ভোরে জয়দেবপুর বাজারে সন্তান প্রসব করে। এ সময় স্থানীয়রা মহিলা গ্রামপুলিশ শিরিনা বেগমকে খবর দিলে মা ও শিশুকে তার বাড়িতে নিয়ে রাখে। খবর পেয়ে ‘‘দৈনিক আমাদের সময়” বোয়ালমারী প্রতিনিধি খান মুস্তাফিজুর রহমান সুমন ও “দৈনিক ঢাকা টাইমস”এর বোয়ালমারী প্রতিনিধি আমীর চারু বাবলু ঘটনাস্থলে গিয়ে “জানা সমাজ কল্যান সংস্থা” নামে একটি সমাজ কল্যাণ সংস্থার সাহায্য নিয়ে এবং আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সহযোগিতায় বোয়ালমারী উপজেলা হাসপাতালে ভর্তি করে। 

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস বলেন, মানসিক ভারসাম্যহীন প্রসূতি রাস্তার উপর সন্তান প্রসব করায় নবজাতকের কপালে আঘাত লাগে। এছাড়া অপরিপক্ক (৭ মাস) বাচ্চা প্রসব হওয়ায় কিছু সমস্যা আছে। মায়ের রক্তক্ষরনও বন্ধ হচ্ছে না। সে জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান জানান, ‘বর্তমান নবজাতক ওই শিশু ও মা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা বিষয়টি সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি। নবজাতক শিশুটি সুস্থ হয়ে উঠলে শিশুর বিষয়ে আমরা সিদ্ধান্তনিবো।’

নবজাতক শিশু ও তার মায়ের চিকিৎসাসহ সার্বিক সহয়তার দ্বায়িত্ব নিয়েছে “জানা সমাজ কল্যান সংস্থা”।

Post Top Ad

Responsive Ads Here