জয়পুরহাটে গৃহহারা হয়ে বসতবাড়িতে ফিরে আসার জন্য সংবাদ সম্মেলন। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২০, ২০১৯

জয়পুরহাটে গৃহহারা হয়ে বসতবাড়িতে ফিরে আসার জন্য সংবাদ সম্মেলন।



নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জয়পুরহাট মডেল প্রেস ক্লাবে উপস্থিত 
হয়ে জয়পুরহাট সদরের তেঘর বিশা গ্রামের মোঃরিয়াজুল ইসলামসংবাদ 
সম্মলেন করে জানান,তিনি ২৮ বছর আগে ৩২.৭৫ শতাংশ জমি 
রেজিষ্ট্রি কোবলা দলির মূলে খরিদ করে ইটের বাড়ি নির্মান করে পরিবার 
নিয়ে বসবাস করে আসছে। এর মধ্য ৬ শতাংশ জমি জোর পূর্বক 
প্রতিবেশীরা দখল করে নেয়। এই জমি নিয়ে কয়েকবার বিচার শালিশ 
করে কোন সুরাহ পাননি। দুইবার তার বসবাসকৃত বাড়িতেপ্রতিবেশী ৫
ভুলু মিয়া(২৮), ফিরোজ হোসেন(৪৫), স্বপন(২৩), ফরিদ হোসেন(৩২), 
আমজাদ হোসেন(৬০), শরিফ উদ্দীন(২৯) রতন(২৫) মিলে আগুন দেয়।ঘটনার 
দিন সন্ধ্যা বেলা প্রতিবেশীগন মারধর করিলে আহতদের হাসপাতালে ভর্তি 
করে রাতে বাড়ি ফেরার পথেআনুমানিক রাত ১২ টার সময় রিয়াজুলের 
তিন ছেলে১ মোঃ রমজান আলী ২। মোঃ সোহেল রানা ৩। মোঃ সুলতান কে 
আবার মারপিট করিয়া মোবাইল টাকা-পয়সা ও ড্রাইভিং লাইছে¯
কার্ড ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আবারো উদ্ধার করে তাদেরকে 
হাসপাতালে ভর্তি করে ।এবং তারা পরিবারের সকলকে হত্যার হুমকি দেয়। 
বর্তমানে তার পরিবারের ৭ জন সদস্য নিয়ে প্রাণ ভয়ে অসহায়ের মত 
গুচ্ছগ্রামে বসবাস করছে।

মোঃরিয়াজুল ইসলাম নিজ বাড়িতে ফিরে যাবার প্রয়োজনীয় ব্যবস্থা 
গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

Post Top Ad

Responsive Ads Here