মেহের আমজাদ,মেহেরপুর//
কিউট এর উদ্যোগে মেহেরপুরে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে কিউট সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে হ্যান্ডবল লিগে অংশগ্রহণকারী ক্লাব প্রতিনিধিদের হাতে কিউট সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় রেফারি কামাল হোসেন মিন্টু, আব্দুল কুদ্দুস,ফারাহ হোসেন লিটন উপস্থিত থেকে ক্লাব প্রতিনিধিদের হাতে কিউট সামগ্রী তুলে দেন। কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুরের মোট ১৪ টি ক্লাব অংশগ্রহণ করছে।

