মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে স্বাস্থ্য সতর্কতা বার্তা বিহীন বিড়ি উদ্ধার করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য সতর্কতা বার্তা বিহীন বিড়ি উদ্ধার করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এর আগে সকালে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার গোভিপুর গ্রাম থেকে ৬ হাজার ৫শ শলাকা বিড়ি উদ্ধার করা হয়।
একই সাথে বিড়ির মালিক সদর উপজেলার গোভীপুর গ্রামের বাসের মÐলের ছেলে সাজেদুল ইসলামকে আটক করা হয়। পরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১০ ধারা ও বিধি ৯ এর (ঙ)মোতাবেক তার নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

