ভোলায় ৫ দফা দাবিতে জেলা শিক্ষানবিশ আইনজীবী সমিতির মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯

ভোলায় ৫ দফা দাবিতে জেলা শিক্ষানবিশ আইনজীবী সমিতির মানববন্ধন



এ,কে এম গিয়াসউদ্দিন ভোলা//
ভোলা জেলা শিক্ষানবিশ আইনজীবী কর্তৃক আয়োজতি ২০১৯ সালের এনরোলমেন্ট পরীক্ষার তারিখ ঘোষণাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় ভোলা জেলা আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভোলা জেলা শিক্ষানবিশ আইনজীবী সমিতির সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. ছালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম মোরদেশ কিরণ তালুকদার। আন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অ্যাড. মহিউদ্দিন হেলাল, শিক্ষানবিশ আইনজীবী সাইদ খুদরি ও মো. শাহাবুদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বাংলাদেশ বার কাউন্সিলের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন। দাবী সমূহ হলো, অবিলম্বে এনরোলমেন্ট পরীক্ষা ২০১৯ এর তারিখ ঘোষণা করতে হবে। লিখিত পরীক্ষায় ওএমআর শীট সংযোজন করতে হবে। লিখিত পরীক্ষার খাতা সকল বিচারকদের দিয়ে দেখার ব্যবস্থা করতে হবে এবং এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। লিখিত পরীক্ষার খাতার রিভিউ করার সুযোগ দানের ব্যবস্থা করতে হবে। অভিলম্বে ২০১৭ ইং সালের মহামান্য সুপ্রীম কোর্টের রায় কার্যকরীকরণ পূবর্ক প্রতি বছর এনরোলমেন্ট পরীক্ষার গ্রহণের ব্যবস্থা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষানবিশ আইনজীবী আবুল কাশেম শাকিল, নাজমুল ইসলাম অমি, আব্দুল মালেক, মো. ইসমাইল হোসেন, মো. সেলিম, মো. রফিক, জুলিয়া বেগম, মুক্তা রাণী দেসহ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীরা উপস্থিত ঠিলেন।



Post Top Ad

Responsive Ads Here