মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুরে প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় শামীম রেজা নামের এক ব্যক্তিকে ২ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকার সোমবার দুপুরের দিকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ শাহিন রেজা এ রায় দেন। সাজাপ্রাপ্ত শামীম রেজা মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মানিক হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে ২০১৭ সালের দিকে শামীম রেজা তার প্রথম স্ত্রী শিল্পীয়ারা‘র অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করে এবং তার উপর নির্যাতন শুরু করে। ওই ঘটনায় শিল্পীয়ারা বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
আদালত মামলাটির বিচারকার্য শেষে মুসলিম পারিবারিক আইনে শামীম রেজাকে ২ বছরের কারাদন্ড প্রদান করেন।

