আগামী ২৯ নভেম্বর মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উপলক্ষে আওয়ামী আইনজীবি পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।গতকাল বুধবার দুপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। ১৫ টি পদের বিপরীতে মোট ২টি প্যানেলে মোট ৩০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের ইব্রাহীম শাহীন সভাপতি এবং কাজী শহীদুল হক সাধারণ সম্পাদক প্রার্থী,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী মারুফ আহম্মদ বিজন এবং সাধারণ সম্পাদক প্রার্থী আবু সালেহ মোঃ নাসিম তাদের মনোনয়ন পত্র জমা দেন।
আওয়ামী আইনজীবী পরিষদের অন্য পদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মিনা পাল ও নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে নাজমুল হুদা, কে এম নুরুল হাসান রঞ্জু, কোষাধক্ষ্য পদে মোশারফ হোসেন, গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার মাহমুদ শাওন, সদস্য পদে রোকেয়া খাতুন, শাহিনুর রহমান, রুত শোভা মন্ডল, নেয়ামুল খান, নাদিম মাহমুদ জুয়েল, সেলিম রেজা ও সুজন হাসান। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি পদে আব্দুল করিম, রফিকুল ইসলাম। যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলান,ইহান উদ্দিন মনা। কোষাধক্ষ্য পদে মিজানুর রহমান। গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে আহসান উল্লাহ, সদস্য পদে রহমতউল্লাহ,আফরোজা বেগম ফাতেমা, হাছান মাহমুদ রহমান ,সাইফুল ইসলাম সাহেব, শফিউল আলম,জামত আলী , সেলিম রেজা গাজী । আগামী ২৯ নভেম্বর মোট ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।