আলফাডাঙ্গায় সর্বশান্ত সবজি চাষি হেমায়েত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১৭, ২০১৯

আলফাডাঙ্গায় সর্বশান্ত সবজি চাষি হেমায়েত


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের সবজি চাষী মো. হেমায়েত শেখের সবজি ক্ষেতে বিষ প্রয়োগ করে সর্বশান্ত করেছে দৃবৃর্ত্তরা। এ ঘটনায় ওই সবজি চাষি ৫জনের নাম উল্লেখ করে গত শুক্রবার আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

মো. হিমায়েত শেখ জানান, যোগিবারট মাঠে ৭০শতক জমি লিজ নিয়ে এ বছর পালন শাখ ও ফুল কপির চাষ করেছে। ৭০ শতকের মধ্যে ৩০ শতক জমিতে ফুল কপি এবং ৪০ শতক জমিতে পালন শাখ রয়েছে। পূর্বশক্রতার জের ধরে একই গ্রামের পান্নু কাজী (৩৫), বক্কার কাজী (৩০), মুরাদ শেখ (৩৫), আজিজুল কাজী (২২) ও জুনায়েত কাজী (২৫) গত সোমবার সন্ধ্যার পরে তার সবজি ক্ষেতে বিষ প্রয়োগ করে। সে (হিমায়েত) সন্ধ্যার পরে জমিতে ঘুরতে গেলে দেখে ওই ৫জন তার সবজি ক্ষেতে স্প্রেরে করছে তাকে দেখে দ্রæত চলে যায়। 
এ ঘটনায় সে (হিমায়েত) ওই ৫জনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গায় থানায় একটি লিখিত অভিযোগ করেছে। তিনি আরও বলেন, তার যে সবজি মরে গেছে বিষের কারণে তাতে তার ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি কেঁদে দিয়ে বলেন, আমি সর্বশান্ত হয়ে গেছি। আমি গরীব কৃষক কৃষি কাজ করে সংসার চালায়। আমার এ ক্ষতির কারণে পরিবার পরিজনদের নিয়ে না খেয়ে দিন কাটাতে হবে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাদের না পাওয়ায় বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
 
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, সবজি ক্ষেতে বিষ দেওয়ার বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্ব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Post Top Ad

Responsive Ads Here