ফরিদপুরে বসুন্ধরা সিমেন্টের নির্মাণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১৭, ২০১৯

ফরিদপুরে বসুন্ধরা সিমেন্টের নির্মাণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি :
স্থাপনা নির্মাণে সচেতনতা বৃদ্ধিতে ‘আমার বাড়ী, আমার নিরাপত্তা’ শীর্ষক এক কর্মশালা শনিবার রাতে ফরিদপুরের স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা সিমেন্টের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের সাউথ উইংয়ের এজিএম জিয়ারুল ইসলাম।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসাইন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ষ্টেশন ম্যানেজার মোঃ প্রিন্স, বসুন্ধরা সিমেন্টের মার্কেটিং ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের ফরিদপুর ডিভিশনের ডিএসআই বিপ্লব হোসাইন, এরিয়া এ এস এম মামুন সিকদার। অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল, স্থাপনায় তথা বসতবাড়ীতে অগ্নিনির্বাপণ, ভুমিকম্প প্রতিরোধী ব্যবস্থা ও ভুমিকম্প পরবর্তী করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করা হয়। বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ী নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ। 

কর্মশালায় বক্তারা বলেন, ধারাবাহিক গুনগম মানের জন্য দেশের সবচেয়ে আইকন প্রকল।প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মাসেতু নদী শাষন প্রকল্প, পদ্মাসেতুর এ্যাপ্রোচ রোড, মেট্রো রেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্পসহ দেশের বেশীর ভাগ প্রকল্প গুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। 

কর্মশালা শেষে র‌্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে নৈশভোজে অংশ নেন অনুষ্ঠানে আগত অতিথিরা। এ অনুষ্ঠানে জেলার ৫০জন বাড়ীওয়ালা অংশ নেন।

Post Top Ad

Responsive Ads Here