ফরিদপুরে টাইমস ইউনিভার্সিটিতে তালা দিল শিক্ষার্থীরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ২৫, ২০১৯

ফরিদপুরে টাইমস ইউনিভার্সিটিতে তালা দিল শিক্ষার্থীরা


সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুর শহরে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের ৬টি ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দিয়েছে। একই সাথে তাদের দাবিতে আন্দোলন শুরু করেছে।

সোমবার সকাল ১০টা হতে শিক্ষার্থীরা শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত টাইমস ইউনিভার্সিটির সামনে গিয়ে অবস্থান নেয়। এসময় তারা তাদের দাবিতে প্রধান গেট তালা ঝুলিয়ে দেয়। এসময় শিক্ষার্থীরা ইউনির্ভাসিটির চেয়ারম্যানের শরীফ এম আফজাল হোসেনের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়। আন্দোলনের খবর পেয়ে সেখানে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে ক্যাম্পাস বন্ধ থাকায় কোন ক্লাস হচ্ছে না। 

ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, তারা ইউনিভার্সিটি থেকে সফলভাবে শিক্ষা গ্রহণ করলেও আজ অবধি কোন সার্টিফিকেট তাদের দেয়া হয় নি। ফলে ইউনির্ভাসিটি থেকে শিক্ষাজীবন শেষ করেও তারা কোন চাকরিতে ঢুকতে পারছে না। ইউনিভার্সিটির অনুমোদনের আগেই ছাত্র ভর্তির কারণে সনদ পাচ্ছেন না বলে জানান শিক্ষার্থীরা। 

এ বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা ইউনিভার্সিটির চেয়ারম্যান শরীফ এম আফজালের সাথে একাধিক বার বৈঠক করেও কোন সুরাহা পান নি। উপরন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। ইউনিভার্সিটির শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের দ্রুত সনদ প্রদান, চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে কয়েকশ শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান নিয়েছে এবং মূলগেটে তালা ঝুলিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

ইউনিভার্সিটির রেজিষ্টার প্রফেসর আলাউদ্দিন মোল্যা জানান, সনদের বিষয়ে চেয়ারম্যান হাইকোর্টে বাদী হয়ে একটি মামলা করেছে বাংলাদেশ মঞ্জুরি কমিশনকে বিবাদী করে। আর সেই মামলায় রায় ইউনিভার্সিটির পক্ষে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান হয়ে যাবে।

Post Top Ad

Responsive Ads Here