.
ঝিনাইদহ প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলার দিগরী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬।গত (২৪ই নভেম্বর) রবিবার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস দল জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন দিগরী ইসলামপুর জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তা হতে অনুমান ২৫০ গজ দক্ষিণে বাঁশ ঝাড়ের ভিতর একদল অজ্ঞাতনামা সশস্ত্র ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে আভিযানিক দল রাতে ঘটনাস্থলে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় লোক দৌড়ে পালানোর সময় র্যাব সদস্যরা ধাওয়া করে ০২ জন ডাকাত মোঃ খালিদ মন্ডল (২৫), পিতা-মোঃ বিশারত আলী, সাং-সাতগাড়ী (নতুন পাড়া), মোঃ রাফিউল ইসলাম (২২), পিতা-মোঃ ইউনুস আলী, সাং-সাতগাড়ী (ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া), উভয় থানা ও জেলা- চুয়াডাঙ্গা থেকে আটক করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জন পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের নিকট হতে দেশীয় তৈরি ০২ টি রামদা, দেশীয় তৈরি ০১ টি ছোরা, দেশীয় তৈরি ০১ টি চাইনিজ কুড়াল, দেশীয় তৈরী ০১ টি চাপাতি, ০৩ টি মোবাইল সেট এবং ০৫টি সীম কার্ড উদ্ধার করে।
আটককৃত মোঃ খালিদ মন্ডল এর নামে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় বিস্ফোরক, দ্রত বিচার আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে সর্বমোট ২১ টি মামলা এবং আটককৃত অপর আসামী মোঃ রাফিউল ইসলাম এর নামে ০২ টি মামলা রয়েছে।

