পাকিস্তানি ও ভারতীয়সহ ৯০০ আইএস সদস্যের আত্মসমর্পণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯

পাকিস্তানি ও ভারতীয়সহ ৯০০ আইএস সদস্যের আত্মসমর্পণ


 সময় সংবাদ ডেস্ক//
আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কাছে জঙ্গি সংগঠন তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) নয় শতাধিক সদস্যসহ তাদের পরিবার আত্মসমর্পণ করেছে। 

তাদের মধ্যে অধিকাংশই পাকিস্তানি। এছাড়া, ১০ জন ভারতীয় রয়েছে বলেও জানা গেছে।

রবিবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আত্মসমর্পণ করে আইএসের ওই সদস্যরা। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, নানগারহার এলাকায় দীর্ঘদিন থেকেই আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে আফগান নিরাপত্তা বাহিনী। আত্মসমর্পণকারী ভারতীয়দের মধ্যে অধিকাংশই কেরালা রাজ্যের বলে জানা গেছে। এদিকে রাজধানী কাবুলে পাঠিয়ে আত্মসমর্পণকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে বলে আফগান গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here