১০ লাখ মুসলিমকে বন্দিশিবিরে আটকে রেখে ‘মগজ ধোলাই’ চীনের। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯

১০ লাখ মুসলিমকে বন্দিশিবিরে আটকে রেখে ‘মগজ ধোলাই’ চীনের।



 সময় সংবাদ ডেস্ক//
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ে কড়া নিরাপত্তাবেষ্টিত গোপন বন্দিশিবিরে কয়েক লাখ মুসলিমের ‘মগজ ধোলাই’ করা হচ্ছে।

সম্প্রতি ফাঁস হওয়া গোপন নথির মাধ্যমে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। 

ওই নথিগুলোতে উঠে এসেছে কীভাবে ওই মুসলিমদের আটকে রেখে ‘মগজ ধোলাই’ করা হয় এবং শাস্তি দেওয়া হয়। 
অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা (আইসিআইজে) এসব গোপন নথি ফাঁস করেছে। বিবিসি, দ্য গার্ডিয়ানসহ মোট ১৭টি সংবাদমাধ্যমের সাংবাদিকরা আইসিআইজের সঙ্গে যুক্ত। 

এদিকে, বিষয়টি বরাবরই অস্বীকার করে চীনা সরকার দাবি করছে, তিন বছর আগে নির্মিত ওই শিবিরগুলোতে উগ্রপন্থার বিরুদ্ধে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

যুক্তরাজ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের দাবি, ফাঁস হওয়া ওই সব নথি মিথ্যা ও ভিত্তিহীন।

নথিগুলো থেকে ধারণা করা হচ্ছে, অন্তত ১০ লাখ মানুষকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে ওই বন্দিশিবিরে। আটকদের মধ্যে বেশিরভাগই উইঘুর মুসলিম সম্প্রদায়ের।

ফাঁস হওয়া ওই গোপন নথিগুলোকে ‘দ্য চায়না কেবলস’ বলে আখ্যায়িত করেছে আইসিআইজে। ২০১৭ সালে জিনজিয়াং অঞ্চলের কমিউনিস্ট পার্টির তৎকালীন উপসচিব ঝু হাইলুন এবং ওই বন্দিশিবিরের পরিচালনায় থাকা নিরাপত্তা কর্মকর্তারা কেন্দ্রীয় সরকারকে ওই নথিগুলো পাঠিয়েছিল।

Post Top Ad

Responsive Ads Here