মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর জেলার সর্ব কনিষ্ঠ সেরা তরুন করদাতা হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করলেন মেহেরপুরের আরিফ শেখ। গতকাল বুধবার দুপুরের দিকে হোটেল সিটি ইন খুলনায় তিনি এ ক্রেস্ট গ্রহণ করেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরিফ শেখের হাতে ক্রেস্ট তুলে দেন।
খুলনা অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আনোয়ার হোসেন হাওলাদার,জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আব্দুল হান্নান শিকদার,পুলিশ কমিশনার খন্দকার লুৎফর কবির,কাস্টম এক্সাইজ ও ভ্যাট এর কমিশনার মোস্তফা আলী, কর কমিশনার রফিকুল ইসলাম চৌধুরী,খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আমিনুল হক । আরিফ শেখ মেহেরপুর শহরের বোসপাড়ার আবুল কাশেমের ছেলে।
মেহেরপুর শহরের তরুণ ব্যবসায়ী আরিফ শেখ ২০১৮,২০১৯ কর বর্ষের জন্য মেহেরপুর জেলার সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন। মেহেরপুর জেলায় আরিফ শেখ প্রথম কোন তরুণ ব্যবসায়ী ৪০ বছরের কম বয়সে এই সম্মাননা লাভ করলেন।