ব্যাটারিচালিত ভ্যানে চার্জ দেয়ার সময় অগ্নিকাণ্ডে ১১ ভ্যান, ৪ দোকানসহ বসতঘর পুড়ে ছাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২০, ২০১৯

ব্যাটারিচালিত ভ্যানে চার্জ দেয়ার সময় অগ্নিকাণ্ডে ১১ ভ্যান, ৪ দোকানসহ বসতঘর পুড়ে ছাই


 সময় সংবাদ ডেস্ক//
বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যাটারিচালিত খোলা ভ্যানে চার্জ দেয়ার সময় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১১টি ভ্যান, ৪টি দোকান ও একটি বসতঘর। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে জিউধরা ইউনিয়নের মাদরাসা বাজারের ওহিদুল হাওলাদারের বসতঘর সংলগ্ন গ্যারেজ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে স্থানীয় লোকজন ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে ওহিদুল হাওলাদারের, বসতঘর, গ্যারেজে চার্জে বসানো ১১টি ব্যাটারি চালিত খোলা ভ্যান, কাওসার হাওলাদারের মটর যন্ত্রপাতির দোকান, রফিকুল ইসলামের রফিক টেলিকম, ইব্রাহিম হাওলাদারের ফার্নিচারের দোকান ও রিয়াজুল হাওলাদারের চায়ের দোকান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। 
ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা ও পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ ডিজিএম মো. সাইফুল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। 

Post Top Ad

Responsive Ads Here