আক্কেলপুরে ২৮ বোতল ফেন্সিডিল সহ এক নারীকে আটক করেছে পুলিশ। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২০, ২০১৯

আক্কেলপুরে ২৮ বোতল ফেন্সিডিল সহ এক নারীকে আটক করেছে পুলিশ।



নিরেন দাস,(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে ২৮ বোতল ফেন্সিডিলসহ একজন নারীকে গ্রেফতার করেছে আক্কেলপুর থানা পুলিশ।

আক্কেলপুর থানা সূত্রে জানা গেছে, বুধবার (২০ নভেম্বর) দুপুর ১.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ এর নেতৃত্বে এস, আই মোঃ আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার রুকিন্দীপুর ইউপির হালিরমোড় নামক স্থানে মেইন সড়কে অভিযান চালিয়ে ২৮ বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেন।
এ ব্যাপারে আক্কেলপুর থানার ওসি মোঃ আবু ওবায়েদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাধীন ঠাঙ্গুর বাজার এলাকার মোঃ ফারুক হোসেনের স্ত্রী মোছাঃ সাথী (৩২) দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন এবং মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here