পিকআপ চাপায় একই পরিবারের চারজন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৩, ২০১৯

পিকআপ চাপায় একই পরিবারের চারজন নিহত


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলায় সবজি বোঝাই পিকআপ চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। এদের মধ্যে গত মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে দু'জন নিহত হয় ও অপর দু'জন ফরিদপুর ফমেক হাসপালে ও ঢাকায় নেওয়ার পরে বুধবার মারা যায়।
 
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার সংলগ্ন ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের পাঁচ কোরকদী পাল পাড়ার অযোধ্যা পালের স্ত্রী দিপালী পাল (৬০), তার নাতি জয় পাল (৮), স্বর্গ পাল (৫) এবং কৌশিক পাল (১২)।

জানা গেছে, দিপালী (৬৫) পাল ও তার নাতি জয় পাল (৮) ঘটনাস্থলেই নিহত হন। আহত চারজনকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হলে স্বর্গপাল মারা যায়। এরপর ঢাকায় নেওয়ার পর আজ কৌশিক পাল মারা যায়। 

এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে  এসেছে।

Post Top Ad

Responsive Ads Here