বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে উপজেলার হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাদিয়া খানম স্বর্না। মেয়ের বাল্য বিয়ে ঠিক করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে পিতা মানিক মাতুব্বরকে।
শুক্রবার বিকেলে পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামে ভ্রম্যমান আদালত অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করে।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের আক্তার মোল্লার ছেলে সজিন মোল্লার সাথে ওই ছাত্রীর বিয়ে ঠিক ছিলো। খবর পেয়ে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়, জরিমানা আদায় করা এবং মুচলেকা নেওয়া হয়।