সদরপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১৫, ২০১৯

সদরপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  সজল চন্দ্র শীলের তৎপরতায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেনির স্কুল পড়ুয়া এক ছাত্রী। সে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়ে আবার স্কুলে যাবে সুমাইয়া। 

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের দক্ষিন আটরশি গ্রামের ফারুক হোসেনের মেয়ে সুমাইয়া আক্তারে সাথে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর মোল্যা গ্রামের তোতা মিয়ার কাতার প্রবাসী পুত্র মোঃ ইদ্রিস মিয়ার সাথে বিয়ের দিন ধার্য হয়। সুমাইয়া সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। 

খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কনের বাড়িতে গিয়ে হাজির হন। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি জানতে পেরে কনের বাড়িতে বরপক্ষের আগমন ঘটেনি। মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত মেয়ের বাবা ফারুক হোসেন কে আটক করে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড হিসাবে জেল দেন। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭এর ৮ ধারায় এ শাস্তি দেন আদালাতে নির্বাহী হাকিম সজল চন্দ্র শীল। অপরদিকে বিয়ের অনুষ্ঠিকতা ও বন্ধ করে দেওয়া হয়। 

Post Top Ad

Responsive Ads Here